ঢাকা, মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

আজ প্রধানমন্ত্রী চাঁদপুরে আসছেন

নিউজ ডেস্ক :প্রধানমন্ত্রীর আগমনকে সফল করতে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে সর্বস্তরের নেতা কর্মীরা গত দুসপ্তাহ ধরে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। না চাইতেই মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুরবাসীর আনেক দাবী পূরণ করছেন। বাকী দাবীগুলোও তিনি পূরণ করবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তার চাঁদরে ঢেকে ফেলা হয়েছে সমগ্র চাঁদপুর-হাইমচর এলাকাকে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভাগমনে চাঁদপুর বিভিন্ন রং-এ ও ঢং- ্এ সেজেছে। প্রতিটি উপজেলায় এবং চাঁদপুর শহরে কয়েক হাজার তোরণ নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বর্ণিল সাজে সাজানো হয়েছে চাঁদপুর জেলা শহরকে।
আজ পহেলা এপ্রিল প্রধানমন্ত্রী যেসব উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ফলক উন্মোচন করবেন ঃ প্রধানমন্ত্রী যে ২৩টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন সেগুলো হচ্ছে ঃ চাঁদপুর জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের (৬তলা ভিত বিশিষ্ট ৪ তলা পর্যন্ত) স্টাফ কোয়ার্টার, চাঁদপুর পৌরসভার পুরাণবাজার ভূ-পৃষ্ঠস্থ পানি শোধনাগার, নতুনবাজার ভূ-পৃষ্ঠস্থ পানি শোধনাগার ও উচ্চ জলাধার, পুরাণবাজার-ইব্রাহীমপুর-সাখুয়া এলাকার মেঘনা নদীর ভাঙ্গন হতে চাঁদপুর সেচ প্রকল্প সংরক্ষণ প্রকল্প (১ম সংশোধিত), মেঘনা নদীর ভাঙ্গন হতে চাঁদপুর সেচ প্রকল্প এলাকা সংরক্ষণ (হাইমচর) এবং বাঞ্ছারামপুর উপজেলার ঘাম তীর সংরক্ষণ প্রকল্প (১ম সংশোধিত), চাঁদপুর সরকারি কলেজের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস, পুরাণবাজার ডিগ্রি কলেজের ৪ তলা একাডেমিক ভবন, সুজাতপুর ডিগ্রি কলেজের ৪ তলা একাডেমিক ভবন, কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪ তলা একাডেমিক ভবন, কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের ৪ তলা একাডেমিক ভবন, ফরিদগঞ্জ উপজেলার লাউতলী ডাঃ রশিদ আহম্মেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪ তলা একাডেমিক ভবন, ফরিদগঞ্জের শোল্লা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স্ ভভন, ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স্্ ভবন, চাঁদপুর জেলার ৮টি উপজেলায় ৬০ জন ভূমিহীন ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধার জন্যে বাসস্থান, হাইমচর উপজেলাধীন চাঁদপুর পুরাণবাজার (ডেলের বাজার)-হাইমচর-চরভৈরবী সড়ক উন্নয়ন, চাঁদপুর সদর উপজেলাধীন রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত ভবন, আমীনুল হক পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ, কদমতলা পৌর সুপার মার্কেট, স্বৈরাচারবিরোধী ‘৯০-এর গণ আন্দোলনে শহীদ ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান রাজু স্মরণে ‘রাজু চত্বর’, ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি ও মতলব ধনাগোদা নদীর উপর সেতু (মতলব সেতু)। তিনি যে ২৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সেগুলো হচ্ছে ঃ মতলব দক্ষিণ উপজেলার গালীম খাঁ-চাঁদপুর-কুমিল্লা সংযোগ স্থানে সীমানা গেট নির্মাণ, কচুয়া উপজেলার জগৎপুর অংশে চাঁদপুর-কুমিল্লা সংযোগ স্থানে সীমানা গেট নির্মাণ, ফরিদগঞ্জ উজেলার চরমান্দারী-চাঁদপুর-লক্ষ্মীপুর সংযোগ স্থানে সীমানা গেট নির্মাণ, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ কমপ্লেক্স্ মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ, মতলব উত্তর উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ, কচুয়া উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ, হাইমচর উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ, হাজীগঞ্জ উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ, কচুয়া পৌরসভার ভূ-গর্ভস্থ পানি শোধনাগার নির্মাণ, মেঘনা নদীর ভাঙ্গন থেকে হরিণা ফেরিঘাট এবং চরভৈরবী এলাকার কাটাখালী বাজার রক্ষা প্রকল্প, ফরিদগঞ্জ উপজেলার বাশারা উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণ, ফরিদগঞ্জের সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ, মতলব দক্ষিণ উপজেলার হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ, মতলব পৌর ভূমি অফিস নির্মাণ, নারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ, সদর উপজেলাধীন বালিয়া ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ, শাহরাস্তি উপজেলাধীন রাগৈ ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ, কচুয়া উপজেলাধীন কচুয়া দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ, একই উপজেলার কাদলা ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ, হাইমচর উপজেলাধীন ঈশানাবালা জিসি-শরীয়তপুর-চাঁদপুর আরএন্ডএইচ সড়ক উন্নয়ন, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্, ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ, চাঁদপুর পরিবার পরিকল্পনা অফিস নির্মাণ ও চাঁদপুর পৌর অফিস ভবন নির্মাণ।

You must be Logged in to post comment.

ফুলবাড়ীতে পানিবন্দি আশ্রয়নের ১৬০ পরিবারের মাঝে চাল বিতরণ     |     ঠাকুরগাঁওয়ে তিনদলের নেতারা মিলে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংবাদ সম্মেলন     |     ‘বঙ্গবন্ধুর প্রতি শিশুটির এ যেন এক নিষ্পাপ ভালোবাসা’     |     ঠাকুরগাঁওয়ে কিশোরীকে ২ মাস আটকে রেখে নির্যাতনের অভিযোগ পুলিশ কনস্টেবল আল-আমিন এর বিরুদ্ধে     |     উন্নয়নে বদলে গেছে নাগরপুর-দেলদুয়ারের জনপদ সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি  সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য খাতে অভুতপূর্ব উন্নয়ন     |     যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাদের রুখতে হবে — সাতক্ষীরায় বাহাউদ্দিন নাছিম     |     গাংনীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বাঁশবাড়ীয়া রং পেন্সিল ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে শিশিরপাড়্া টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     স্মার্ট কর্নারই বাস্তবায়ন করবে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন -কবির বিন আনোয়ার     |     মেহেরপুরে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা     |     নদী একটি জীবন্ত সত্তা     |