আজ শহীদ মিনারে “উত্তরের বাতায়ন চাঁপাইনবাবগঞ্জ” গ্রন্থের মোড়ক উন্মোচন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ নবাবগঞ্জ সরকারী কলেজে অবস্থিত শহীদ মিনারে আজ শুক্রবার বিকেলে জাহাঙ্গীর সেলিমের বিরচিত “উত্তরের বাতায়ন চাঁপাইনবাবগঞ্জ” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হবে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান মো. জিল্লার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান। এছাড়া আরো উপস্থিত থাকবেন স্বাধীন সাহিত্য পরিষদের উপদেষ্টা ও দৈনিক গৌড় বাংলার সম্পাদক মো. হাসিব হোসেন। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে লেখা “উত্তরের বাতায়ন চাঁপাইনবাবগঞ্জ” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম ও আলোচক হিসেবে থাকবেন বীর মুক্তিযোদ্ধা ভাস্কর চৌধুরী এবং কবি ও সাহিত্যিক ড. শহীদ সারওয়ার আলো। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন স্বাধীন সাহিত্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহা. ইব্রাহীম। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক তুফানসহ অন্যরা।