আজ ৫ বছরে পা রাখলো “চাঁপাই দর্পণ”


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ আজ পহেলা বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ। আজকের এই দিনে ১৪২১ সনে অর্থাৎ ২০১৪ সালের ১৪ই এপ্রিল ‘সত্যের অনুসন্ধানে সর্বক্ষণ’ শ্লোগান নিয়ে পথা চলা শুরু করে “দৈনিক চাঁপাই দর্পণ”। হাটিহাটি পা পা করে এবং অনেক চড়াই-উৎড়ায় পার করে চার বছর পেরিয়ে ৫ বছরে পা রাখলো চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রকাশিত একটি দৈনিক “চাঁপাই দর্পণ”। ৫ম বর্ষে পদার্পণ করায় “দর্পণ” পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে “দৈনিক চাঁপাই দর্পণ” এর জন্মদিনের কেক কাটা ও আলোচনা সভা। আজ শনিবার বিকেল ৪টার সময় শহরের বাবু গিরিশ চন্দ্র মৌলিক মার্কেট (শিল্পকলা সুপার মার্কেট) এ “দৈনিক চাঁপাই দর্পণ” এর নিজস্ব ভবনে জন্মদিনের বর্ণাঢ্য অনুষ্ঠান হবে। কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর সুলতানা রাজিয়া। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন “দৈনিক চাঁপাই দর্পণ” এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. এরফান আলী। এসময় উপস্থিত থাকবেন ‘দর্পণ’ উপদেষ্টা পরিষদের সদস্যগণ, আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জের সকল সদস্যগণ, বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াকর্মীগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন। আগামী দিনে পথচলার মাঝে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ অন্যান্য সরকারি-বেসরকারী সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক সহযোগিতা ও সু-পরামর্শ কামনা করেছেন “দৈনিক চাঁপাই দর্পণ” এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু।