আটোয়ারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার ( ১৫ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করে পরামর্শমূলক বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার ওসি’র প্রতিনিধি এসআই. রাশেদুজ্জামান রাশেদ, বর্ষালুপাড়া বিওপি’র বিজিবি প্রতিনিধি মোঃ ইব্রাহিম আলী, মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ্, মোজাক্কারুল আলম, আবু জাহেদ,দেলোয়ার হোসেন, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, করোনা ভাইরাস প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সংক্রান্ত, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা সহ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তারা বলেন, দেশের অন্যান্য উপজেলার চেয়ে আটোয়ারী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।