আটোয়ারীতে ক্ষেতের ধানের সাথে শত্রæতা মুক্তিযোদ্ধা পরিবারের আমন ক্ষেত ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা


আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা:পঞ্চগড়ের আটোয়ারীতে কীটনাশক স্প্রে করে হাবিবুর রহমান নামের এক কৃষকের প্রায় এক একর জমির আমন ধান ক্ষেত ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। অমানবিক এই ঘটনাটি উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার রাখালদেবী গ্রামে ঘটেছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে ধান ক্ষেত পরিচর্যা করতে গেলে তিনি ক্ষেতের এ অবস্থা দেখতে তিনি দিশেহারা হয়ে পড়েন। কৃষক হাবিবুর রহমান ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত নঈম উদ্দীনের ছেলে। ক্ষতিগ্রস্থ কৃষক জানান, খেয়ে না খেয়ে তিনি বুকভরা আশা নিয়ে জমিতে আমন ধান রোপন করে সকাল-সন্ধ্যা পরিচর্যা করে আসছিলেন। কিন্তু দুর্বৃত্তরা শত্রæতা বশতঃ রাতের অন্ধকারে ক্ষতিকর কীটনাশক স্প্রে করে আমার স্বপ্ন ভঙ্গ করে দিয়েছে।
এব্যাপারে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ক্ষেতের মালিক হাবিবুর রহমান কয়েক জনের নাম উল্লেখ করে আটোয়ারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা জানান, ওই ঘটনায় একটি লিখিত অভিযোগ এসেছে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে