আটোয়ারীতে ছাত্র বলাৎকারের অভিযোগে মাদরাসার মুহ্তামিম আটক


মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ছাত্র (১৪)কে বলাৎকারের অভিযোগে এক মাদরাসার মুহ্তামিমকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৮ আগস্ট) আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (০৮ জুলাই) সকালে মাদরাসা থেকে তাকে আটক করা হয়। আটক মুহতামিম দিনাজপুর জেলাধীন খানসামা উপজেলার আলোকঝাড়ি গ্রামের মোঃ শফিউল ইসলামের পুত্র মোঃ আল আমিন (২৯)। তিনি আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের (বোদা পৌরসভা) এলাকার পশ্চিম সাতখামার মন্ডলপাড়াস্থ “ আল জামিয়াতুল আশরাফিয়া মহিউস সুন্নাহ ক্বওমি মাদরাসা”র মুহতামিম। অভিযোগে জানা যায়, আল জামিয়াতুল আশরাফিয়া মহিউস সুন্নাহ ক্বওমি মাদরাসার কিতাব বিভাগের ১ম জামাতের এক ছাত্র(১৪) মাদরাসার আবাসিকে থেকে লেখাপড়া করে। গত ২ আগস্ট বিকালে মাথায় তেল মালিশ করার জন্য মাদরাসায় মুহতামিমের ব্যক্তিগত অফিস রুমে ডেকে নিয়ে যায়। অফিস রুমের দরজা জানালা বন্ধ করে জোর পুর্বক ওই ছাত্রকে বলৎকার করে মুহতামিম আল আমিন। ভুক্তভোগী ছাত্র ৭ আগস্ট মাদরাসা থেকে পালিয়ে বাসায় গিয়ে তার বাবাকে বিস্তারিত ঘটনা বলে। গত ২০২২ সালের নভেম্বর মাসেও ওই ছাত্রের সাথে বলাৎকারের ঘটনা ঘটিয়ে ছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন মুহতামিম আল আমিন(২৯)কে মাদরাসায় আটকিয়ে রেখে পুলিশে খরব দেয়। ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে লম্পট আল আমিনের বিরুদ্ধে আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ০৩, তারিখ: ০৮/০৮/২০২৩। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা মুহতামিম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী ছাত্রের পিতা অভিযোগ দিয়েছে, থানায় মামলা হয়েছে, আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।