ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আটোয়ারীতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বদলীর দাবীতে মানববন্ধন! স্মারকলিপি পেশ

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার জুগিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বদলীর দাবীতে মানববন্ধন করেছে বিদ্যালয়টির পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী, অভিভাবক সদস্যরা সহ স্থানীয় সুশীল সমাজ। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পঞ্চগড় – আটোয়ারী সড়কের পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন, জুগিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অনিল চন্দ্র পাল, অভিভাবক মহেন্দ্র বর্মন, হৈমন্তি রাণী, মলীন রায় , পারভীন আকতার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, জুগিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ে আছেন। তিনি নিজের খেয়াল খুশিমত বিদ্যালয় পরিচালনা করেন। বিদ্যালয়ের শিক্ষকেরা শ্রেণিকক্ষে সময় না দিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে রাখা বিছানায় ঘুমিয়ে পড়েন। সেই সাথে এনিয়ে কোন কথা বলা হলে অভিভাবকদের সঙ্গেও দুর্ব্যবহার করেন তারা। এক সময় শিশুদের পদচারণায় মুখর থাকা বিদ্যালয়টি এখন শিক্ষার্থী সংকটে। কাগজ কলমে শতাধীক শিক্ষার্থী থাকলেও প্রতিদিন ২০ জনও উপস্থিত থাকে না। বক্তারা আরো বলেন, প্রধান শিক্ষক আঞ্জুমান আরা ও সহকারী শিক্ষক শামসুন নেহার বিদ্যালয়ে নানা অনিয়ম করে আসছেন। তাই তাদের দু’জনকে বিদ্যালয় থেকে বদলী না করা হলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠানো হবে না বলে হুঁশিয়ারী দেন অভিভাবকরা। পরে বিকেলে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রধান শিক্ষক আঞ্জুমান আরা’র বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের গণঅভিযোগ পত্র দাখিল করেছেন বলে জানিয়েছেন ওই বিদ্যালয়ের সভাপতি অনিল চন্দ্র পাল।

You must be Logged in to post comment.

রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |     মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রী নিহত     |