ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আটোয়ারীতে শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের মূল্যায়ন অনুষ্ঠিত

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড ২০২২ সনের জেলা পর্যায়ের মূল্যায়ন সোমবার ( ১০ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। স্কাউটদের সর্বোচ্চ সম্মাননা “ প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড” প্রদান করে থাকেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং কাব স্কাউটদের সর্বোচ্চ সম্মাননা “ শাপলা কাব অ্যাওয়ার্ড” প্রদান করে থাকেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। এই অ্যাওয়ার্ড প্রদানের লক্ষ্যে বিভিন্ন ধাপে স্কাউটদের দক্ষতা ও যোগ্যতা মূল্যায়ন করা হয়ে থাকে। এই ধারাবাহিকতায় জেলা স্কাউটস্ পঞ্চগড়ের আয়োজনে এবং উপজেলা স্কাউটস্ আটোয়ারীর সহযোগিতায় সোমবার (১০ জুলাই) উপজেলা স্কাউটস্ শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের আঞ্চলিক পর্যায়ে লিখিত, মৌখিক,ব্যবহারিক ও সাঁতার মূল্যায়ন অনুষ্ঠিত হয়। সার্বিক মূল্যায়নের দায়িত্বে ছিলেন জেলা স্কাউটস্ লিডার বিলাস চন্দ বর্মন, উপজেলা স্কাউটস্ লিডার জরিফ হোসেন চৌধুরী (মনি) ও উপজেলা কাব লিডার রফিকুল ইসলাম হেলাল।

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |