আটোয়ারীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন


মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পৃথক পৃথকভাবে চারটি সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৩ মার্চ) পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মজাহারুল হক প্রধান ফলক উম্মোচনের মাধ্যমে সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন। এলজিইডি সুত্রে প্রাপ্ত তথ্যমতে সড়কগুলো হলো :- (১) বলরামপুর ইউনিয়ন পরিষদ হতে রাণীগঞ্জ হাট সড়ক উন্নয়ন ( চেইনেজ: ৭৮০০মি: – ৮৩০০ মি:)। চুক্তিমূল্য: ৫০,২৬,৯৮১/- ,(২) তোড়িয়া ইউপি হতে উত্তর সুখ্যাতি (চেইনেজ: ১৪৯০ মি: – ১৯৯০ মি:)। চুক্তিমূল্য: ৬২,৬৯,৭৯০/-,(৩) আলোয়াখেয়া ইউপি হতে বড় সিঙ্গিয়া মোড় ভায়া ডুংডুংগির হাট (চেইনেজ: ১৫০০মি: – ৩০০০মি:)। চুক্তিমূল্য: ৩৯,৬৪,৪৯৬/- + ৮৯,০৭,৬৩৭/-= ১,২৮,৭২,১৩৩/- ও (৪) পঞ্চগড় – ঠাকুরগাঁও আর এন্ড এইচ হতে কালিতলা ইউজেডআর/ ২০০১ ভায়া কুরুলিয়া জিপিএস সড়ক উন্নয়ন ( ২০০মি:- ২৫০০ মি:)। চুক্তিমূল্য: ৪৪,২৪,৫২৬/-। এছাড়া সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আরো, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল , এলাকার জনপ্রতিনিধি, সুধিজন সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।