আটোয়ারীতে ‘ সয়ন ’ হত্যার প্রতিবাদে গ্রেফতার সহ ফাঁসির দাবীতে বিক্ষোভ সমাবেশ


মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটায়ারীতে সামিউল ইসলাম সয়ন(২৬) হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারসহ ফাঁসির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে নিহতের স্বজনেরা। মঙ্গলবার( ০৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সামনে পাকা সড়কে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নিহত সমিউল ইসলাম সয়ন উপজেলার ছোটদাপ গ্রামের বাসিন্দা কসমেটিক্স ব্যবসায়ী মোঃ রবিউল হকের মেঝ ছেলে । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নিহত সয়নের বাবা মোঃ রবিউল হক, সয়নের মা সেলিনা বেগম, প্রতিবেশী বোন জয়া বেগম, রূপু হাসান, সয়নের বন্ধু সোহানুল হক, আবু হাসান বাবু, সাকিল হোসেন, রেজওয়ান রাসেদ সোহান প্রমুখ। বক্তারা বলেন, গত ৬ সেপ্টেম্বর সামিউল ইসলাম সয়ন(২৬) এর পুর্ব পরিচিত বন্ধু ঠাকুরগাঁও জগন্নাতপুর আদর্শ কলোনীর বাসিন্দা আঃ রউফ এর পুত্র মুন্না (৩০) সহ দুইজন মোটরসাইকেল নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মুল গেটে আসে। সেখান থেকে শয়ন কে মোটর সাইকেলের মাঝখানে বসিয়ে রুহিয়ার দিকে যেতে থাকে। আটোয়ারী পল্লীবিদ্যুৎ মোড় পার হয়ে বড়দাপ কোনপাড়া এলাকায় ইব্রাহিম আলীর বাড়ীর সামনে আটোয়ারী – ঠাকুরগাঁও পাকা সড়কে তাদের পুর্ব পরিকল্পনা মোতাবেক সয়নের মাথায় আঘাত করে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত বন্ধুরা। সয়ন রংপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ০৮ সেপ্টেম্বর রাত ১২:০৩ মিনিটে মৃত্যু বরণ করে। সয়নের মা বাদী হয়ে আটোয়ারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নং-০৭, তারিখ: ০৮/০৯/২০২৩। মামলা রুজু হওয়ার প্রায় একমাস হলেও মামলার আরজিতে হত্যাকারীর নাম উল্লেখ থাকলেও পুলিশ প্রশাসন আজো আসামী গ্রেফতার করতে পারেনি। পুলিশ প্রশাসনের ভুমিকায় সয়নের পরিবারের লোকজন হতাশাগ্রস্থ। সয়নের বন্ধুরা বলেন, ৪৮ ঘন্টার মধ্যে প্রশাসন আসামী গ্রেফতার করতে ব্যর্থ হলে আটোয়ারীবাসী কঠিন আন্দোলনে নামতে বাধ্য হবে। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে ঘন্টা ব্যাপি আন্দোলনের সময় আটোয়ারী থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া উপস্থিত হয়ে আসামী গ্রেফতারে আশ^স্ত করেন। নবাগত ওসি বলেন, আমার সর্বোচ্চ কৌশল খাটিয়ে অপরাধীকে গ্রেফতারের চেষ্টা করবো। সবাই সহযোগিতা করলে হত্যাকারী শীঘ্রই গ্রেফতার হবে-ইনশাআল্লাহ। ওসি’র আশ^াস পেয়ে বিক্ষোভকারীরা আপাদত ঘরে ফিরে যায়।