আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ব্র্যাক কর্তৃক ঢেউটিন বিতরণ


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১৮ বান্ডিল ঢেউ টিন বিতরন করেছে এনজিও ব্র্যাক। আজ শুক্রবার (২ মার্চ) বেলা ১১টার সময় উপজেলার বামনকুমার গ্রামে ব্র্যাক কর্তৃক এই ঢেউ টিন বিতরণ করা হয়েছে। এসময় আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, বোদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহামুদ হাসান, ব্র্যাকের জেলা প্রতিনিধি এ, কে আজাদ, এলাকা ব্যবস্থাপক কমল কুমার পাল,মাহাবুব খ্না,ব্র্যাক উপজেলা হিসাব ব্যবস্থাপক আমজাদ আলী, আকরামুল হক, বি,এম রেজাউল করিম, আমিনুল ইসলাম, আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান প্রদীপ কুমার রায় প্রমুখ উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ ১২ পরিবারের প্রত্যেক পরিবারের মাঝে দেড় বান্ডিল করে মোট ১৮ বান্ডিল ঢেউ টিন বিতরণ করেন। উল্লেখ, গত বুধবার ভোর রাতে আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার গ্রামের জনৈক নুরল ইসলামের রান্না ঘর হতে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটলে ২১ পরিবারের ঘর-বাড়ি ও যাবতীয় সম্পদ সহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল ভুষ্মিভুত হয়।