আটোয়ারীতে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা’র সভাপতিত্বে ১২মার্চ সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা সহ সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের বক্তব্যে সামান্য বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তেষজনক বলে মন্তব্য করা হয়। সভায় মটর সাইকেল চুরি , কোচিং বাণিজ্য ,মাদক, জুয়া, বাল্য বিবাহ,যৌতুক, সম্পর্কে সভায় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় উপদেষ্টার বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রহমান সকল অপরাধ দমনের উপর পরামর্শ মুলক বক্তব্য রাখেন। সভায় আটোয়ারী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম ও আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুশ , উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. ইউসুফ আলী তাঁদের বক্তব্যে কোচিং বাণিজ্যের কড়াল গ্রাস হতে শিক্ষার্থীদের মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রাণী রায়, আটোয়ারী থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, গিরাগাও ও বালাপাড়া বিজিবি কমান্ডারদ্বয়, ইউপি চেয়ারম্যান, হাসান হাবিব আল আজাদ, প্রদীপ কুমার রায়।