আটোয়ারীতে আগমনি কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত


মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : “ প্রতিবন্ধিতা বোঝা নয়, শ্রমে জ্ঞানে করবো জয়” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে আগমনি কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার বার্ষিক সাধারন সভা আজ সোমবার (৫ মার্চ) মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সংস্থার সভাপতি মোঃ জফর আলীর সভাপতিত্বে সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা প্রতিবন্ধীদের প্রতিবন্ধী বলে তাদেরকে খাটো করা হচ্ছে, তাদেরকে প্রতিবন্ধী না বলে ‘ সুবর্ণ নাগরিক” বলার আহবান জানান। তিনি সুবর্ণ নাগরিকদের পাশে থেকে প্রশিক্ষনের ব্যবস্থা করে কাজে লাগানোর আশ্বাস দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ কাজী ফজলে বারী সুজা, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা: হুমায়ুন কবীর, দি-লেপ্রসি মিশন কমিউনিটি প্রোগ্রামের জেলা সুপারভাইজার প্রদীপ কুমার রায়, উপজেলা সমন্বয়কারী রেজাউল করিম। সাধারন সভায় আগমনি কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার ২২টি সমিতির সদস্যবৃন্দ সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।