আটোয়ারীতে আদর্শ বিদ্যানিকেতন এর বর্ষপুর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ


মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে আদর্শ বিদ্যানিকেতন এর বর্ষপুর্তি উপলক্ষে অভিভাবক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৮ ডিসেম্বর) সকালে আদর্শ বিদ্যা নিকেতন ক্যাম্পাসে এ অভিভাবক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে অভিভাবক ও সুধি সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, আদর্শ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আলহাজ¦ মোঃ রমজান আলী। আরো বক্তব্য রাখেন , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম,আদর্শ বিদ্যা নিকেতনের পরিচালক মোঃ জয়নুল হক (কহিনুর), আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ ওজিফুল হক, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ¦ কলিম উদ্দীন, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ নজির উদ্দীন, মোঃ আব্দুল জব্বার প্রমুখ। অভিভাবক ও সুধি সমাবেশে বক্তারা বলেন,‘ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ অত্র আদর্শ বিদ্যা নিকেতন পরিচালনা কমিটির সদিচ্ছায়, আন্তরিক প্রচেষ্টায় ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে এগিয়ে চলছে। সকল ছাত্র-ছাত্রীকে মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে নিজ মেধা ও মননশীলতা বিকাশের পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানের ধারা উম্মোচন করে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। সন্তান আপনার শিক্ষার দায়িত্ব আমাদের। শিক্ষার্থীকে মেধাবী তৈরী করব, এটাই আমাদের অঙ্গীকার। শিক্ষার্থীর লেখাপড়ার মান বৃদ্ধির জন্য আমাদের আন্তরিক প্রচেষ্ট অব্যাহত।