ঢাকা, বুধবার, ৬ই ডিসেম্বর ২০২৩ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আটোয়ারীতে আনসার ও ভিডিপি’র অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষনার্থী বাছাই

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে আনসার ও ভিডিপি’র ২১ দিন মেয়াদী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষনের জন্য প্রশিক্ষনার্থী বাছাই কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৬ ইউনিয়ন হতে শতাধীক আগ্রহী প্রার্থী বাছাই পর্বে অংশগ্রহন করে। শারীরিক উচ্চতা, দেহের গঠন, শারীরিক ত্রুটি সহ প্রার্থীকে চুলছেড়া বাছাই করে ৬ ইউনিয়ন হতে ৯ জনকে অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষনের জন্য যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়। প্রার্থী বাছাই কার্যক্রম পরিচালনা করেন,আনসার ও ভিডিপি পঞ্চগড় সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ তৌহিদ উজ্জামান। তাকে সহযোগিতা করেন, বোদা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার অবনীশ চন্দ্র ও আটোয়ারী উপজেলা আনসার ভিডিপি অফিসার ফরিদা বেগম ও উপজেলা আনসার ভিডিপি কোম্পানী কমান্ডার ও ধামোর ইউপি সদস্য আলহাজ¦ মোঃ আকতার হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলনেতা-দলনেত্রী সহ প্লাটুন কমান্ডারগণ। সহকারী জেলা কমান্ড্যান্ট তৌহিদ উজ্জামান বলেন, বাছাইকৃত ৯জনকে ২১ দিন মেয়াদী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষনের জন্য জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে পাঠানো হবে। ২৭ নভেম্বর ২০২২ হতে তাদের প্রশিক্ষণ শুরু হবে। তিনি বলেন ,এ প্রশিক্ষণটি অনেক মূল্যবান। প্রশিক্ষনার্থীদের ভবিষ্যত জীবনে এ প্রশিক্ষণ অনেক কাজে আসবে । এ প্রশিক্ষণ নিয়ে তৃণমুল পর্যায়ে বিস্তৃত দেশের সর্ববৃহৎ বাহিনীর একজন গর্বিত সদস্য, বিভিন্ন পেশা ভিত্তিক ও কারিগরি প্রশিক্ষণে অংশ গ্রহণের মাধ্যমে একজন দক্ষ উদ্যোক্তা হওয়া, সরকার কর্তৃক নির্দেশিত সময় যে কোন দায়িত্ব; যেমন : নির্বাচন, দুর্গাপুজা, রেলওয়ে ও মহাসড়ক নিরাপত্তা অর্থাৎ আপদকালীন সময় অস্ত্র ও গোলাবারুদ বহন করে জননিরাপত্তায় অংশ গ্রহণ করা, সরকারি চাকুরীতে ১০% কোটা পাওয়া সহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।

You must be Logged in to post comment.

ঘাটাইলে বন বিভাগের জায়গা নিয়ে ব্যক্তি স্কুল কতৃপক্ষের দ্বন্দ     |     শৈলকুপায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাস      |     মেহেরপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     গাংনীতে ফুটবল খেলতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু     |     বিরলে টিএমএসএস এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টার বীজ বিতরণ।     |     বিরলে টিএমএসএস এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টার বীজ বিতরণ।     |     মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হলেন বীরগঞ্জের মমতাজ উদ্দিন     |     রংপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ     |     রংপুরের ৬ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল     |     গাংনীতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষে র‌্যালি     |