আটোয়ারীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত


আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান একুশে ফেব্র“য়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমুলক সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে ১৩ ফেব্র“য়ারি বুধবার বিকেলে প্রস্তুতিমুলক সভায় সর্বসম্মতিক্রমে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযান উপলক্ষে কর্মসুচি গ্রহন করা হয়েছে। গৃহীত কর্মসুচি বাস্তবায়নের জন্য পৃথক পৃথকভাবে মুল কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে। সভায় সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।