আটোয়ারীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বদলীজনিত বিদায় সংবর্ধনা


মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১২ ফেব্রুয়ারি)বিকেলে আটোয়ারী উপজেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসার সকল শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। দলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কর্মদক্ষতা ও দৃষ্টান্তমুলক দায়ীত্ববোধ সম্পর্কে স্মৃতিচারণমুলক আরো বক্তব্য রাখেন, একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম.এ মান্নান, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরমিন পারভীন, সাতখামার ফাজিল মাদরাসার অধ্যক্ষ খাদেমুল ইসলাম, আলোয়াখোয়া তপশিলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, মির্জা আজিম উদ্দীন আলিম মাদরাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল মান্নান, বলরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব চন্দ্র রায়, রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহিদুল জব্বার শাহীন প্রমুখ। বক্তারা বিদায়ী মাধ্যমিক শিক্ষা অফিসারের ভবিষ্যৎ সমৃদ্ধি ও পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করেন। আলোচনা শেষে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয় । এসময় সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম, বঙ্গবন্ধু ডাংগীর হাট সরকারি কলেজের অধ্যক্ষ নাসির উদ্দীন, বি.এম কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম ,অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানগণ সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।