আটোয়ারীতে এন.কে ৪০ ভুট্টা প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত


মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০১৭ – ১৮ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে স্থাপিত এন.কে ৪০ জাতের ভুট্টা ফসল প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল শনিবার উপজেলার সুখ্যাতি এলাকার মেসার্স রায়াত হাস্কিং মিল চাতালে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত মাঠ দিবসে এন.কে ৪০ জাতের ভুট্টা ফসলের উপর গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শামীম ইকবাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম,,তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবীব আল আজাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড.আনিছুর রহমান, ভুট্টা চাষী ফজলে আলম প্রমুখ। মাঠ দিবস অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি অফিসার নুরজাহান খাতুন, উপ-সহকারী কুষি কর্মকর্তাগণ, জন প্রতিনিধি, এলাকার কৃষক-কৃষাণী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।