ঢাকা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ ইং | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আটোয়ারীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : “ কমিউনিটি পুলিশিংয়ের মুূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে কমিউনিটি পুলিশিং ডে -২০২২ উপলক্ষে আলোচনা সভা অনিুষ্ঠিত হয়েছে। আটোয়ারী থানার আয়োজনে শনিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা’র সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। আটোয়ারী থানার এসআই রাশেদুজ্জামান রাশেদ-এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী। আরো বক্তব্য রাখেন আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা, বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোজাক্কারুল আলম(কচি) প্রমুখ। সভাপতির বক্তব্যে ওসি সোহেল রানা বলেন, ২০১৩ সালে স্বল্প পরিসরে পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) অপারেশনের অধীনে পৃথক শাখা হিসেবে কমিউনিটি পুলিশের কাজ শুরু করেন। ২০১৪ সালে একজন সহকারী মহাপরিদর্শকের (এআইজি) তত্বাবধানে পাবলিক সেফটি অ্যান্ড প্রিভেনশন ( পিএস অ্যান্ড সিপি) শাখার কার্যক্রম শুরু হয়। এটিই এখন কমিউনিটি অ্যান্ড বিট পুলিশিং নামে কার্যক্রম চলছে। এর কার্যক্রমের মধ্যে ওপেন হাউজ ডে’র মাধ্যমে স্থানীয় সমস্যা নিয়ে মতবিনিময় সভা, গণসচেতনতামূলক কার্যক্রম, অপরাধ বিরোধী সভা ইত্যাদির মাধ্যমে সমাজে অপরাধমূলক কর্মকান্ড কমিয়ে আনা । সভায় পুলিশের কাজে সহযোগিতা ও অপরাধ সচেতনতা তৈরীতে বাল্য বিবাহ, যৌতুক ও ইভটিজিং রোধ, সন্ত্রাস দমন, নারী ও শিশু নির্যাতন রোধ, মোবাইলের অপব্যাবহার, সামাজিক মূল্যবোধ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে বক্তব্য দেন। সভায় আটোয়ারী থানার পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুধিজন সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস     |     মেহেরপুরের পিরোজপুর গ্রামের কলা ব্যবসায়ীর ছাদ থেকে বোমা সাদৃশ বস্তু উদ্ধার     |     বিজয়ের মাস উদযাপনে মেহেরপুর-২ আওয়ামীলীগের প্রার্থী ডা. সাগরের সংবাদ সম্মেলন     |     গাংনীর কাজীপুর গ্রামে আদালতে বিচারাধীন জমি দখলে নিতে ভিখারিনীর বাড়ি ঘর ভাংচুর করে উচ্ছেদ করার অভিযোগ     |     পার্বতীপুর পৌরসভাকে মেয়রের ফিস্টুলামুক্ত ঘোসনা     |     মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |