ঢাকা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ ইং | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আটোয়ারীতে কৃষি বিভাগের ঝটিকা অভিযান

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে কৃষি সম্প্রসারণ বিভাগ কর্তৃক ঝটিকা অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ বালাই নাশক ও নকল সার জব্দ করে বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুনের নির্দেশনায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদ্বয় যথাক্রমে মানস কুমার রায় ও মোঃ ফরহাদ হোসেনের নেতৃত্বে উপজেলা কৃষি বিভাগের একটি টিম ফকিরগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে ‘আপন বীজ ভান্ডার’ এর স্বত্বাধিকারী মোঃ আনিছুর রহমান (লেবু)’র ব্যবসা প্রতিষ্ঠান হতে ইস্পাহানী, এগ্রো কোম্পানীর বালাই নাশক কে-মাইট ৪ বোতল, সোক্রপ সাইন্স কোম্পানীর বালাই নাশক এক্টিভ পাওয়ার ৮ বোতল, পারটেক্স কোম্পানীর এগ্রোডিয়ন ১৯ প্যাকেট, ব্যাবিলন এগ্রি সাইন্স লিঃ সেস্জিম ১ প্যাকেট, ‘মেসার্স ভাই ভাই ট্রেডার্স’ ব্যবসা প্রতিষ্ঠান হতে নকল সাপোর্ট জীপসাম ১০০ কেজি, সবলী জীপসাম ৪০০ কেজি এবং হাসান আলী নামক ব্যবসায়ীর নিকট হতে ৮ কেজি রংধনু জিংক (মনো) জব্দ করা হয়। পরে জব্দকৃত সার ও বালাই নাশক আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ সংলগ্ন ফাঁকা মাঠে প্রকাশ্য জনসম্মুখে বিনষ্ট করা হয়। এসময় উপ-সহকারী উদিভদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মকসেদ আলী, সংশ্লিষ্ট এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ , উৎসুক জনতা সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস     |     মেহেরপুরের পিরোজপুর গ্রামের কলা ব্যবসায়ীর ছাদ থেকে বোমা সাদৃশ বস্তু উদ্ধার     |     বিজয়ের মাস উদযাপনে মেহেরপুর-২ আওয়ামীলীগের প্রার্থী ডা. সাগরের সংবাদ সম্মেলন     |     গাংনীর কাজীপুর গ্রামে আদালতে বিচারাধীন জমি দখলে নিতে ভিখারিনীর বাড়ি ঘর ভাংচুর করে উচ্ছেদ করার অভিযোগ     |     পার্বতীপুর পৌরসভাকে মেয়রের ফিস্টুলামুক্ত ঘোসনা     |     মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |