আটোয়ারীতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন


মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র পরিচালনায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন (২য় পর্যায় প্রকল্প) ইউনিয়ন পরিষদ সদস্যদের অংশ গ্রহনে( প্যানেল চেয়ারম্যান ব্যতিত) গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ ১৫ ফেব্র“য়ারি সম্পন্ন হয়েছে। জানাগেছে, গত ৬ ফেব্র“য়ারি উপজেলা পরিষদ সভা কক্ষে প্রশিক্ষনের শুভ উদ্বোধন ঘোষনা করেন কোর্স কো-অর্ডিনেটর ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। উপজেলার ৬ ইউনিয়নের ইউপি সদস্যরা মোট ৩টি ব্যাচে বিভক্ত হয়ে, ৩দিন করে ক্রমান্ব^য়ে প্রশিক্ষন গ্রহন করেন। ৩টি ব্যাচের প্রশিক্ষন ১৫ ফেব্র“য়ারি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। গ্রাম আদালত প্রশিক্ষনের সমাপনী দিনে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে গ্রাম আদালত সক্রিয় করনে পরামর্শমুলক বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, ডিডিএলজি প্রিয় সিন্ধু তালুকদার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নূরে আলম আকতার। অনুষ্ঠানে সমাপনি বক্তব্য রাখেন কোর্স কো- অর্ডিনেটর ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। এসময় উপস্থিত ছিলেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী নুরশেদা আক্তার ।