আটোয়ারীতে জাতীয় পাট দিবস উদযাপন


আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : ‘ বাংলার পাট- বিশ্বমাত’ “ সোনালী আঁশের সোনার দেশ- পাট পণ্যের বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে পাটর্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ মার্চ মঙ্গলবার সকালে পাট দিবস উপলক্ষে ব্যানার, ফেস্টুন সহ উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য পাটর্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ও ফকিরগঞ্জ বাজার প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পাট জাত দ্রব্যের ব্যবহার ও উপকারিতা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাজেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রাণী রায়, অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শামীম ইকবাল, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ। র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জন প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।