আটোয়ারীতে দাখিল পরীক্ষায় ৪ জন বহিস্কার


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে দাখিল বাংলা ১ম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪ পরীক্ষার্থী বহিস্কার হয়েছে। কেন্দ্র সচিব সুত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে দাখিল পরীক্ষা উপজেলার আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া দাখিল মাদরাসায় অনুষ্ঠিত হচ্ছে। যার কেন্দ্র নং (৪২৯) আটোয়ারী। গতকাল ৭ ফেব্র“য়ারি বুধবার বাংলা ১ম পত্র, যার কোড নং ১৩৪ পরীক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা আকষ্মিক কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনের সময় কেন্দ্রের ২ নং কক্ষে অসদুপায় অবলম্বনের দায়ে রোল নং ১৯৭৯৬৬, ১৯৭৯৬৭, ১৯৭৯৬৮ ও ১৯৭৯৬৯ কে বহিস্কারের নির্দেশ দেন। কেন্দ্র সচিব মোঃ হাফিজুল ইসলাম বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।