ঢাকা, রবিবার, ২৬শে মার্চ ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আটোয়ারীতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশন(দুদক) সমন্বিত জেলা কার্যালয়,ঠাকুরগাঁওয়ের উদ্যোগে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার ( ৯ নভেম্বর) দুপুরে উপজেলার আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাথে জনসচেতনতামুলক আলোচনা, জরুরী প্রয়োজনে সহযোগিতার নম্বর সমুহ ব্যবহার করা,বিদ্যালয়ের সততা স্টোর ব্যবহার করা , বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদক প্রতিরোধ সম্পর্কে আলোচনা শেষে দু’টি বিদ্যালয়ের মোট ১৮০ জন শিক্ষার্থীদের মাঝে পৃথক পৃথক ভাবে শিক্ষা উপকরণ বিতরণ করেন। বিতরণকৃত শিক্ষা উপকরণগুলো হলো, স্কুল ব্যাগ, ছাতা, স্কেল, খাতা, টিফিন বক্স, কলম দানী ও জ্যামিতি বক্স। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরমিন পারভীন ও মোঃ আব্দুল কুদ্দুশ , সহকারী শিক্ষকবৃন্দ সহ শিক্ষার্থীরা।

You must be Logged in to post comment.

মাদারীপুরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা     |     লালমনিরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত     |     সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ফুলবাড়ীতে মাদকাসক্ত ছে‌লে‌কে ভ্রাম্যমান আদাল‌তে দি‌লেন মা     |     আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন     |     মহান স্বাধীনতা দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা প্রদান     |     ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ঘাটাইলে স্বাধীনতা দিবস উদযাপিত     |