আটোয়ারীতে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীদের মানববন্ধন


মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি কেন্দ্রিয় কমিটির কর্মসুচি মোতাবেক পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা শাখা ৫ মার্চ সোমবার মানববন্ধন কর্মসুচি পালন করেছে। পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর সামনের পাকা রাস্তায় ঘন্টাব্যাপি মানববন্ধনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন চলমান নিয়োগবিধি সহ অন্যান্য জরুরী চাকুরীগত সমস্যার সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে বক্তব্য রাখেন আমির সোহেল সজিব,সুলতানা পারভীন, মসলিমা বেগম, আয়শা বেগম, লাকী বেগম প্রমুখ। মানববন্ধন শেষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহা পরিচালক বরাবরে স্মারকলিপি প্রেরন করেন এবং এর অনুলিপি উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে প্রেরন করেছেন বলে নেতৃবৃন্দ জানান। সমিতির সভাপতি আরো জানান,কেন্দ্রিয় কমিটির সিদ্ধান্ত মতে ৩১ মার্চ পর্যন্ত দাবী না মানা হলে ০১ এপ্রিল থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঘেরাও সহ মানববন্ধনের মত যে কোন কঠোর কর্মসুচি ঘোষনা ও বাস্তবায়ন করতে সংগঠন বাধ্য হবে।