আটোয়ারীতে প্রধানমন্ত্রী কর্তৃক বিটিভি’র পর্দায় কৃষি বাতায়ন উদ্বোধন


আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই-কৃষি সেবা সম্প্রসারনের লক্ষ্যে ডিজিটাল প্লাটফর্ম, কৃষি বাতায়ন এবং কৃষক বন্ধু ফোন সেবা বিটিভি চ্যানেলের মাধ্যমে সরাসরি উদ্বোধন করেন। ২৮ ফেব্র“য়ারি বুধবার দুপুরে গণভবন থেকে উদ্বোধনের সম্প্রচার অনুষ্ঠান সরাসরি দেশের সকল জেলা -উপজেলা পর্যায়ের কর্মকর্তা –কর্মচারী ও কৃষকরা উপভোগ করেন। এসময় আটোয়ারী উপজেলা পরিষদের সভা কক্ষে বড় পর্দায় বিটিভি চ্যানেলে প্রধানমন্ত্রী কর্তৃক কৃষি বাতায়ন উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার মোঃ শামীম ইকবাল, অতিরিক্ত কৃষি অফিসার নূর জাহান খাতুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী সহ এলাকার কৃষকবৃন্দ।