ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

আটোয়ারীতে ফাল্গুনী ঝড় ও শিলাবৃষ্টিতে আমের মুকুলে ব্যাপক ক্ষতি

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : ফাল্গুনী ঝড় ও শিলা বৃষ্টিতে পঞ্চগড়ের আটোয়ারীর কিছু কিছু এলাকায় আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল সোমবার (২৬ ফেব্র“য়ারী) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, রাধানগর, তোড়িয়া ও আলোয়াখোয়া ইউনিয়নে ঝড় ও শিলা বৃষ্টির মাত্রা ছিল বেশী । ফলে ওই সকল এলাকার আম গাছগুলোর মুকুল সহ উঠতি মরিচ ও ভুট্রা ক্ষেতের কিছুটা ক্ষতি হয়েছে।
রাধানগরের জাহেদুল ইসলাম জানান, শিলার দাপটে অনেক ঘরের টিনের চালা ফুটো হয়েছে।রবীন মার্কেটের সার ব্যবসায়ী বিপ্লব বর্মন জানান, শিলাবৃষ্টির কারনে সারের দোকানের টিনের চালা ফুটো হয়ে অনেক সার নষ্ট হয়েছে। ,রসেয়া গ্রামের কৃষক সাজ্জাদ, দিনমারা গ্রামের কৃষক অতুল, দেলোয়ার, আলম, পাল্টাপাড়া গ্রামের কৃষক মুকুল জানান, ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতির চেয়ে কৃষকরা লাভবান হয়েছে বেশী। তারা জানান, ফাল্গুনের এ বৃষ্টিতে আমের মুকুল, মরিচ ও ভুট্রার ক্ষেতের কিছুটা ক্ষতি হয়েছে বটে। কিন্তু বিভিন্ন উঠতি ফসলের জন্য উপকারও হয়েছে। কৃষকরা জানান, বর্তমান বোরো চাষের ভরা মৌসুম। এসময় কৃষকদের সেচ দিয়ে বোরো চারা লাগাতে হচ্ছে। মরিচ ও ভুট্রা গাছগুলো এখনো চারা পর্যায়ে রয়েছে। এজন্য ফাল্গুনের এই বৃষ্টি কৃষকদের ক্ষেতের মরিচ ও ভুট্রার তেমন ক্ষতি করতে পারেনি। বরং সেচ ছাড়াই বোরো চারা রোপনে বৃষ্টির পানি কৃষকদের জন্য সহায়ক হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শামীম ইকবাল জানান, উপজেলার কিছু কিছু এলাকায় হালকা ঝড় ও শিলা বৃষ্টিপাত হয়েছে। এতে কৃষকের উঠতি ফসলের তেমন ক্ষতি হয়নি। তবে আমের মুকুলের খানিকটা ক্ষতি হয়েছে।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |