আটোয়ারীতে বঙ্গবন্ধুর ৭ই মর্চের ভাষন উৎসব


আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষন উৎসবে পরিনত হয়েছে। ৭ মার্চ বুধবার শিক্ষা প্রতিষ্ঠান সমুহে ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ও মুক্তিযোদ্ধা মুক্তাঙ্গনে সারাদিন ব্যাপি মাইক যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন রেকর্ড বাজিয়ে সম্প্রচার করা হয়েছে। এদিকে মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ হল রুমে অধ্যক্ষ মোঃ সোলায়মান আলীর সভাপতিত্বে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষনের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপাধ্যক্ষ কাজি ফজলে বারী সুজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুল আজিজ, জিন্নারুল হক, প্রভাষক আব্দুল মোতালেব প্রমুখ।