ঢাকা, রবিবার, ১১ই জুন ২০২৩ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আটোয়ারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক বিদ্যুৎ মিস্ত্রির!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বৈদ্যুতিক খুঁটির উপরে তারের সাথে জড়িয়ে প্রাণ গেল এক বিদ্যুৎ মিস্ত্রির। নিহত বিদ্যুৎ মিস্ত্রি উপজেলার ধামোর ইউনিয়নের খৃষ্টানপাড়া এলাকার জনৈক শসি মোহন দাসে’র পুত্র শান্ত দাস (১৫)। স্থানীয়রা জানায়, শনিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে বিদুৎ মিস্ত্রি শান্ত দাস ওই এলাকার জনৈক গ্রাহকের বৈদ্যুতিক মিটারের সমস্যা সমাধানের জন্য গ্রামে অবস্থিত বৈদুতিক খুঁিটর উপর উঠে। এসময় সে অসাবধানতাবশতঃ খুঁটির উপরে তারের সাথে জড়িয়ে পড়লে সে ছটফট করতে থাকে এবং একপর্যায় খুঁটির উপর থেকে মাটিতে পড়ে যায়। তাৎক্ষনিকভাবে প্রতিবেশীরা তার নিথর দেহ উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথি মধ্যে শান্ত দাস মৃত্যূর কোলে ঢোলে পড়ে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎ মিস্ত্রি শান্ত দাস পল্লী বিদ্যূতের লাইন ম্যানের সহযোগী হিসেবে কাজ করতো। তবে তিনি নিয়োগ প্রাপ্ত নন।
এব্যাপারে আটোয়ারী পল্লী বিদ্যূৎ এর এজিএম কাজী হাফিজুল ইসলাম জানান, এটি একটি আত্বহত্যার সামিল। কেননা, অফিসিয়াল অনুমোদন ছাড়া বিদ্যুৎ সরবরাহ (চলন্ত) অবস্থায় কেউ বৈদ্যুতিক খুঁটিতে উঠলে তার অবস্থা কি হতে পারে সেটা কে না জানে। তাছাড়া শান্ত নামের আমাদের কোন লাইনম্যান নেই। আটোয়ারী এলাকায় ১০ জন নিয়োগপ্রাপ্ত লাইনম্যান রয়েছে। একমাত্র তারাই বৈদ্যুতিক খুঁটিতে উঠতে পারেন।

You must be Logged in to post comment.

বোদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনুদ্ধ-১৭) উদ্বোধন     |     মেহেরপুরে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান     |     রাণীশংকৈলে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত     |     মেহেরপুরের বাড়াদি বীজ উৎপাদন খামার কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন     |     ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত-১     |     ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটো চালক নিহত     |     কাগজে-কলমে পাঠাগার দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ      |     সুন্দরগঞ্জে ২ মাদক কারবারী গ্রেপ্তার     |     নবাবগঞ্জে শিক্ষার্থীর ব্যতিক্রমী জন্মদিন পালন      |     ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সমাবেশ     |