আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতে এক ইট ভাটায় ৭৫ হাজার টাকা জরিমানা


আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ইট ভাটায় ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জানাগেছে, ইট ভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছে যা সম্পুর্ন বে-আইনি । বিষয়টি জেনে ৩১ মার্চ শনিবার উপজেলার লক্ষীদার এলাকার কে.এম.আর ইট ভাটায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা পুলিশ ফোর্স সহ আকষ্মিকভাবে উপস্থিত হন। ইট ভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর বিষয়টি নিজেই প্রত্যক্ষদর্শী হয়ে তাৎক্ষনিক ভাটার মালিককে না পেয়ে ভাটার ম্যানেজার রাজেন্দ্র নাথের পুত্র প্রফুল্লকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ এর ৬ ধারা ভঙ্গের কারনে ৭৫ হাজার টাকা জরিমানা করেন।