আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতের রায়ে ২ জন শ্রীঘরে


আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতের রায়ে দুই জনকে জেল দেয়ার খবর পাওয়া গেছে। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার এসআই আবু রায়হানের নেতৃত্বে এএসআই কাব্য সঙ্গীয় পুলিশ ফোর্স সহ উপজেলার কুরুলিয়া মৌজাস্থ ভুজারীপাড়া গ্রামে অবৈধ কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় এলাকাবাসীর সহযোগিতায় দুইজনকে আটক করে। তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা তাদের দোষী সাব্যস্ত করে দ:বি: ১৮৬০ এর ২৯৪(ক) ধারা লংঘনের দায়ে ৪দিন ও দ:বি: ১৮৬০ এর ১৬০ ধারা লংঘনের দায়ে ৩ দিন মোট ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আটককৃতরা হলো উপজেলার কুড়–লিয়া গ্রামের উদধ চন্দ্র ঘোষের পুত্র তুলা রাম ঘোষ (৩৫) এবং পার্শ¦বর্তী ঠাকুরগাঁও জেরার দেবীপুর ইউনিয়নের বৈরাগী (মন্ডলপাড়া) গ্রামের বীষ নালের স্ত্রী মিনা রাণী(৪০)। আটোয়ারী থানার এসআই আবু রায়হান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভ্রাম্যমান আদালতের রায়ের পর দু’জনকেই পঞ্চগড় জেলা কারাগারে পাঠানো হয়েছে।#