ঢাকা, বুধবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

আটোয়ারীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২১ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

মোঃ জাহেরুল ইসলাম ,আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ২১ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার গ্রামে ২৮ ফেব্র“য়ারি ভোর রাতে আকষ্মিকভাবে নুরল ইসলামের রান্না ঘর সংলগ্ন খড়ের ঘরে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মহুর্তেই আগুনের লেলীহান শিখা পাশ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়লে মহুর্তেই ২১ টি পরিবারের সমস্ত ঘর পুড়ে ভূষ্মিভুত হয়। সমস্ত ঘর পুড়ে ছাই হওয়ার পর বোদা হতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এসে ছাইয়ে পানি ঢেলেছে। অগ্নিকান্ডের ঘটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান,মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রাণী রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল পরিদর্শন করেছেন এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারের মাঝে তাৎক্ষনিকভাবে প্রতি পরিবারকে নগদ এক হাজার করে টাকা, ১টি করে কম্বল, একটি করে খাবার শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেন।এলাকার ভুক্তভোগীরা শীঘ্রই আটোয়ারীতে ফায়ার সার্ভিস স্টেশন চালু করার দাবী জানান

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |