আটোয়ারীতে মুক্তিযোদ্ধার মটরসাইকেল চুরি


আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক এর বাসার গেট ও গ্রীলের তালা ভেঙ্গে বাজাজ কোম্পানীর ১০০ সিসি প্লাটিনা মটরসাইকেল চুরি হয়েছে। প্রতিদিনের ন্যায় মটর সাইকেল ব্যবহারের পর সেদিন ২ মার্চ শুক্রবার রাতে বাসার গ্রীলের ভিতর মটরসাইকেল রেখে গ্রীলে তালা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। ভোরে গৃহকর্তা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হতেই গ্রীল খোলা দেখে পরিবারের লোকজনকে ডাকাডাকি করেন। পরিববারের লোকজন গ্রীলের কাছে এসে দেখে তাদের নতুন ক্রয়কৃত বাজাজ কোম্পানীর ১০০ সিসি প্লাটিনা মটরসাইকেলটি চুরি হয়েছে। আজিজুল হকের দেয়া তথ্যমতে চুরি হওয়া মটর সাইকেলের চেচিস নম্বর: MD2A76AZ5HWL58486, ইঞ্জিন নম্বর: PSYWHL21074 .এব্যাপারে আটোয়ারী থানায় সাধারন ডায়রী করা হয়েছে বলে বীর মুক্তিযোদ্ধা ও মৎস্য দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী আজিজুল হক জানান।