ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আটোয়ারীতে মুজিববর্ষ উপলক্ষে ২য় পর্যায়ে ৭০ পরিবারকে জমি সহ গৃহ প্রদান

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি সহ ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধনী দিনে আটোয়ারী উপজেলায় ৭০টি ঘর হস্তান্তর করা হয়। রবিবার (২০ জুন) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলার এ ঘরগুলো উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের দিন উপজেলা পরিষদ হলরুমে উপকারভোগীদের মাঝে ঘর প্রদানের সনদ, কবুলিয়ত দলিল ও নামজারী খতিয়ান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, আইসিটি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যাবৃন্দ, উপকারভোগী সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।
সুত্র জানায়, মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২য় পর্যায়ে ৫৩,৩৪০ টি পরিবারকে জমি সহ গৃহ প্রদান করা হয়। এরমধ্যে ২য় পর্যায়ে আটোয়ারীতে ৭০টি উপকারভোগী পরিবার রয়েছে।

You must be Logged in to post comment.

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |