আটোয়ারীতে রাধানগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা


আটোয়ারী প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে রাধানগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। শনিবার (৩০মে) দুপুরে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আগামী ২০২০-২১ অর্থ বছরের জন্য এ বাজেট ঘোষনা করা হয়। রাধানগর ইউনিয়ন পরিষদের ইউ’পি সচিব মো: মখলেছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো: আবু জাহেদ। করোনা দুর্যোগের কারনে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজেট সভায় শুধুমাত্র ইউনিয়ন পরিষদের সকল নির্বাচিত সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উম্মুক্ত খসড়া বাজেটের তথ্য মতে রাধানগর ইউনিয়নে ২০২০-২১ অর্থ বছরে সম্ভাব্য আয় ধরা হয়েছে মোট ১,৬৯,৮৭,৮৮৫/=টাকা, প্রারম্ভিক জের ২৩,৫০০/=টাকা সহ সর্বমোট আয় ১,৭০,১১,৩৮৫/=টাকা। পাশাপশি পারিপাশির্^ক অবস্থা বিবেচনায় এবার ব্যয় ধরা হয়েছে মোট ১,৬৯,৭১,৯৩৫/=টাকা ও সমাপ্তির জের ৩৯,৪৫০/= টাকা সহ মোট ব্যয় ১,৭০,১১,৩৮৫/=টাকা।