আটোয়ারীতে শীতার্তদের মাঝে জেলা ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ


মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে গরীব, দুস্থ ও অসহায় পাঁচশত শীতার্ত মানুষের মাঝে ঊষ্ণ উপহার হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ, পঞ্চগড় জেলা শাখার আয়োজনে ও অর্থায়নে এবং আটোয়ারী উপজেলা ছাত্রলীগের সমন্বয়ে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের শীত নিবারণের জন্য শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয় । রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ মাঠে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন ছাত্রলীগ। এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আইয়ুব আলী। বর্তমান সরকারের সফলতার বর্ণনা দিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, সহ-সম্পাদক আবু জাহেদ,, কেন্দ্রিয় ছাত্রলীগের সহ-সম্পাদক মামুন আলী, ঢাকা বিশ^বিদ্যালয়ের মাষ্টারদা সূর্যসেন হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমান, বাংলাদেশ ছাত্রলীগ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবু মোঃ নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প্লাবন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আ.ফ.ম আহসানুল কবীর ফরহাদ ও সেলিম মোর্শেদ মানিক।