আটোয়ারীতে সাতখামার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত


পঞ্চগড় অফিস : পঞ্চগড়ের আটোয়ারীতে সাতখামার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বোদা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান। বিশেষ অথিতি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন, উপজেলা শিক্ষা অফিসার শঙ্কর কুমার ঘোষ, বোদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বোদা পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, আটোয়ারী উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিফ লায়লা, বিশিষ্ট ব্যবসায়ী খাদেমুল ইসলাম, আজকের রিপোর্ট এর সম্পাদক মোফাজ্জল হোসেন বিপুল প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন। শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।