আটোয়ারী থানা পুলিশ কর্তৃক রেজিস্ট্রেশন বিহীন ৮ মটর সাইকেল আটক


মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ কর্তৃক রেজিস্ট্রেশন বিহীন মটর সাইকেল আটকের ঝটিকা অভিযান চালিয়ে ৮টি মটর সাইকেল আটক করেছে। আটককৃত মটর সাইকেলের পিছনে ন্যাম প্লেটে রেজিস্ট্রেশন নাম্বারের পরিবর্তে ইংরেজিতে ওকে, নোস, আর এবং দু’টি মটর সাইকেলের পিছনে বাংলায় বড় অক্ষরে সাংবাদিক লেখা ছিল বলে অভিযানকারী কর্মকর্তা এসআই আবু রায়হান জানান। এসময় এস.আই জাহেদুর রহমান, এ.এস.আই কাব্য সহ সংগীয় পুলিশ ফোর্স রেজিস্ট্রেশন বিহীন মটর সাইকেল আটক অভিযানে অংশ নেন। রেজিস্ট্রেশন বিহীন মটর সাইকেল থানায় জব্দ করে ১৫২ ও ১৩৭ ধারায় মামলা দেয়া হয়েছে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, রেজিস্ট্রেশন বিহীন মটর সাইকেল আটকের অভিযান অব্যাহত থাকবে।#