ঢাকা, রবিবার, ২৬শে মার্চ ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আটোয়ারী হাসপাতালে অপারেশন থিয়েটার কার্যক্রম উদ্বোধন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার কার্যক্রম শুভ উদ্বোধন করা হযেছে। বুধবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মজাহারুল হক প্রধান এমপি ফলক উম্মোচনের মাধ্যমে অপরেশন থিয়েটারের শুভ উদ্বোধন করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং হাসপাতালের সাফল্য ও গুরুত্বপুর্ণ সমস্যার কথা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ¦ মোঃ মজাহারুল হক প্রধান আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশংসা করেন এবং জনবল সংকট, এক্স-রে মেশিন অচলের বিষয় সহ সকল সমস্যা স্বাস্থ্য মন্ত্রণালয়ে অবগত করাবেন মর্মে আশ^াস দেন। বিশেষ অতিথি হিসেবে পরামর্শমুলক বক্তব্য রাখেন, এডিবি’র টিম লিডার ডা. মওলা বক্স চৌধুরী, সিভিল সার্জন ডা. মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান, এসআইএমও ডা. সিফাত জাহান, গাইনী কনসালটেন্ট ডা. নাহিদ সিদ্দিকা, এ্যানেসথেসিয়া কনসালটেন্ট ডা. শামসুল হুদা, হাসপাতালের অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

মাদারীপুরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা     |     লালমনিরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত     |     সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ফুলবাড়ীতে মাদকাসক্ত ছে‌লে‌কে ভ্রাম্যমান আদাল‌তে দি‌লেন মা     |     আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন     |     মহান স্বাধীনতা দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা প্রদান     |     ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ঘাটাইলে স্বাধীনতা দিবস উদযাপিত     |