আদালতকে নিয়ন্ত্রন করে ফরমায়েশী রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডাঃ জুবাইদা রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে মেহেরপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : আদালতকে নিয়ন্ত্রণ করে ফরমায়েশী রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানকে সাজা দেয়ায় মেহেরপুর জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ।বিএনপির নেতা কর্মীদেও নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে তার ফল ভাল হবে না। বিএনপি রাজপথ ছেড়ে দেয়নি। দুদকের মিথ্যা মামলায়া সাজানো রায় করে হয়রানি করা যেতে পারে। বিএনপির এক দফার আন্দোলন বন্ধ করা যাবে না।
মাসুদ অরুণ শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপি আয়োজিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ জনসমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সম্পাদক আমজাদ হোসেন, সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, আব্দুর রহমান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সেক্রেটারী সাইফুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপির সেক্রেটারী আসাদুজ্জামান বাবলু প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, এবার হামলা মামলা চালিয়ে চলমান আন্দোলনকে দমন করা যাবে না। ভোটের অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনে রাজনৈতিক কৌশল বদলে রাজপথে মোকাবেলা করা হবে।
জেলা বিএনপির উদ্যোগে সদর উপজেলা বিএনপির কার্যালয়ের প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল বের করা হয়।