আদিতমারীতে গরুর পচা মাংস বিক্রির সময় ৪০ কেজি পচা মাংস জব্দ


মোঃ রেজাউল করিম,লালমনিরহাট।লালমনিরহাটের আদিতমারীতে গরুর পচা মাংস বিক্রির দায়ে মন্টু মিয়া (৪০) নামে এক ব্যাবসায়ীর আট হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার দুপুরে উপজেলার মহিষখোচা বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মন্টু কসাই মহিষখোচা ইউনিয়নের আনিছার কসাইয়ের ছেলে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ্দৌলা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সজিববাজার এলাকায় নজরুল ইসলাম নামের একজনের প্রায় নব্বই হাজার টাকার একটি গরু ফুড পয়জানিং হয়ে গুরুতর অসুস্থ হয়। চিকিৎসা দেওয়া হলেও অবস্থা গুরুতর হলে ওই মাংস ব্যাবসায়ী ২০ হাজার টাকা দিয়ে গরুটি কিনে এনে জবাই করে বিক্রি শুরু করে। খবর পেয়ে আজ দুপুরের দিকে ভোক্তা অধিকারের একটি দল অভিযান চালিয়ে ফ্রিজিং অবস্থায় প্রায় ৪০ কেজিরও বেশি মাংস জব্দ করে মাটিতে পুতে রাখেন। পরে ব্যবসায়ীর আট হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ্দৌলা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ফ্রিজ থেকে মাংস জব্দ করে ৮ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে মুচলেকা দেওয়াসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।