আদিতমারীতে ৫০ বোতল ফেনসিডিলসহ পুলিশের হাতে আটক-১


মোঃ রেজাউল করিম,লালমনিরহাট।লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ বিশেষ অভিযানে ৫০ বোতল ভারতীয় নিশিদ্ধ ঘোষিত ফেনসিডিল ও মাদক পরিবহনে একটি অটোবাইকসহ ১ মাদক ব্যাবসায়ী আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার (৫মে) রাতে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের নির্দেশে এসআই মিজানুর রহমান এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পলাশী ইউনিয়নের দেওডোবা সরকারী প্রাথমিক বিদ্যালয় বসুনিয়া স্কুল এলাকার দিয়ে অটোবাইযোগে তিন মাদক ব্যাবসায়ী ফেনসিডিল নিয়ে বিক্রির উদ্দেশ্য যাচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের দল অভিযান চালিয়ে আদম আলী (২১) নামের এক ব্যাবসায়ীকে আটক করে। বাকী দুজন পালিয়ে যায়।পরে ফেলে যাওয়া অটোবাইক থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে তাকে হাতেনাতে ধরে অটোবাইকসহ আটক করে থানায় নিয়ে আসে। আটক আদমের বাড়ী উপজেলার সারপুকুর ইউনিয়নের বিভার মিলনবাজার এলাকার ফয়জার আলীর ছেলে । এ ব্যাপারে আদিতমারী থানায় আদমসহ পালিয়ে যাওয়া দুইজন একই এলাকার বছের আলীর ছেলে শফিকুল ইসলাম (২৫) ও সবদল এলাকার ইসমাইল হোসেনের ছেলে বিপুল মিয়া (২৪) এর নামে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইদানিং মাদক ব্যাবসায়ী মাথা চাড়া দিয়ে উঠেছে তাদের দমন করতে পুলিশও জোর-তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।