আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা শক্তিশালীকরণ শীর্ষক সেমিনার


ঠাকুরগাঁও প্রতিনিধি: আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা শক্তিশালীকরণ শীর্ষক দিন ব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ে। আজ বুধবার সকালে সুবেদার মেজর কাজিম উদ্দিন মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে বিজিবি ঠাকুরগাঁও সেক্টর। সেমিনারে মোবাইল ভিডিও সার্ভেল্যান্স পদ্ধতি, মোবাইল সার্ভেল্যান্স ক্যাপ, সিসি ক্যামেরা, মোবাইল অবজারভেশন ইউনিট, ইন্ট্রিগ্রেটেড ফিক্স টাওয়ার, আল্ট্রালাইট এয়ারক্রাফট ডিটেকশন ব্যবহার করে বাংলাদেশ ভুখন্ড রক্ষা, চোরাচালান, মানব-শিশুপাচার রোধসহ সীমান্তের বিভিন্ন ধরনের অপরাধ বন্ধে বেশ কিছু সুপারিশ মালা উপস্থাপন করা হয় ভিডিও চিত্রের মাধ্যমে। পাশাপাশি সৈনিকদের প্রশিক্ষণ ও দক্ষ করে গড়ে তোলার পরামর্শ উঠে আসে সেমিনারে।
সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ শামসুল আরেফীন, লে.কর্নেল মোহাম্মদ হোসেন, লে.কর্নেল আল হাকিম মুহাম্মদ নওশাদ, লে.কর্নেল কাজী আবুল কালাম আজাদ, লে.কর্নেল মিনহাজ আহমেদ, মেজর জাহাঙ্গীর আলম, হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ডিন আদিবা মেহজাবিন নিতু প্রমূখ। পরে সেমিনারে সকলের কাছে পরামর্শ চেয়ে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া মন্ডল, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সূচরিতা দেব প্রমূখ। সেমিনারে ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড় বিজিবির সদস্যরা অংশ নেন।
You must be logged in to post a comment.