ঢাকা, বৃহস্পতিবার, ৭ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আনন্দের বন্যায় ভাসছে ঝিকরগাছা সরকারি এমএল হাই স্কুল : বিভিন্ন দপ্তরে ফুলেল শুভেচ্ছা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : অনেক জল্পনা-কল্পনা শেষে আনন্দের বন্যায় ভাসছে যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা এমএল মডেল হাই স্কুল। ১৮৮৮সালে স্থাপিত হওয়া প্রতিষ্ঠানটি র্দীঘদিনের পথ পাড়িদিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অবদানে সরকারিকরণ হয়েছে। ২০১৮সাল থেকে স্কুলটি সরকারিকরণের বিষয়ে বিভিন্ন কার্যক্রম শেষ করে অবশেষে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মনের আকাঙ্খা পূরণ হল। এ উপলক্ষে যশোর শিক্ষক ও অশিক্ষক কর্মচারী এডহক নিয়োগ সম্পূর্ণ হয়েছে। বর্তমানে ঝিকরগাছা সরকারি বহুমুখি মডেল হাইস্কুল নামে নতুন পরিচয় মিলেছে। যশোর শিক্ষক ও অশিক্ষক কর্মচারী এডহক নিয়োগ হওয়ার বিষয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম’র নেতৃত্বে স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ মিলিত হয়ে প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। এছাড়াও প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদও স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ মিলিত হয়ে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ডাক্তার মোঃ নাসির উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ও সাবেক ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ জলিল, উপ-সচিব মোছাঃ শাম্মী আক্তার, অতিরিক্ত সচিব খালেদা আক্তার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক এএসএম আব্দুল খালেক, জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম, উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান মোঃ জাহাঙ্গীর হুসাইন মিঞাকে ফুললে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

You must be Logged in to post comment.

মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |     মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রী নিহত     |     পার্বতীপুরে ট্টাক উল্টে বিদ্যুতের খুটিতে            |