আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস ২০২২ ও আলট্রা-পুত্তর গ্রাজুয়েশন প্রোগ্রামের দুই দশক পূর্তি পালন


ঠাকুরগাঁও সংবাদদাতাঃ-আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস (৩১ অক্টোবর, ২০২২) উপলক্ষ্যে বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক বাংলাদেশসহ আন্তর্জাতিক পর্যায়ে অক্টোবর মাসব্যাপী নানা কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে আজ সোমবার (৩১ অক্টোবর, ২০২২) ঠাকুরগাঁও জেলায় ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান। তিনি ব্র্যাকের উল্লেখিত কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গে বৈঠক করেন। এসময় তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আবুল কালাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান রুবেল। বাংলাদেশ টেলিভিশন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক, ব্যাক পঞ্চগড় জেলা সমন্নয়কারী মোঃ জাগাঙ্গীর আলম, ঠাকুরগাঁও জেলা সমন্নয়কারী মোছা শরিফা থাতুন সহ ব্যাক এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন। দেশজুড়ে অতিদারিদ্র্য নিরসনে ব্র্যাকের ভূমিকার প্রশংসা করে জেলা প্রশাসক বলেন‘ জাতিসংঘ এ বছরের আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘পরিবার, শিশু ও সমাজের ক্ষমতায়ন, সকলের অংশগ্রহণে দারিদ্র্য বিমোচন’ (অপঃরহম ঃড়মবঃযবৎ ঃড় বসঢ়ড়বিৎ পযরষফৎবহ, ঃযবরৎ ভধসরষরবং ধহফ পড়সসঁহরঃরবং ঃড় বহফ ঢ়ড়াবৎঃু)। দিবসটিকে কেন্দ্র করে ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম ঠাকুরগাঁও জেলাসহ বর্তমানে কর্মসূচিটি চলমান রয়েছে এরকম সকল জেলার (৪৩টি) জেলা প্রশাসনের সহায়তায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক মহোদয়ের মাঠকার্যক্রম পরিদর্শন আয়োজন করেছে। ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, তাদের এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে, সরকারের মাঠপর্যায়ে তথা জেলা প্রশাসক মহোদয়দের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম বিষয়ে সম্যক ধারণা দেওয়া এবং জেলা পর্যায়ে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানসমূহের কাছে কর্মসূচিটির অভিজ্ঞতা লব্ধ জ্ঞান তুলে ধরা। যা ভবিষ্যতে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার পরিবেশ তৈরিতে অবদান রাখবে। একই সঙ্গে বাংলাদেশ থেকে অতিদারিদ্র্য দূরীকরণে আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম কীভাবে অবদান রাখতে পারে, সে বিষয়ে জেলা প্রশাসক এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের পরামর্শ গ্রহণ করা, যা ব্র্যাকের ভবিষ্যত করণীয় নির্ধারণে সহায়ক হবে । উল্লেখ্যযে, ঠাকুরগাঁও জেলায় ২০০৪ সালে আলট্রা-পুওর গ্র্যজয়েশন প্রোগ্রামের কার্যক্রম শুরু হয়। ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত জেলাটির ২৯১৭৯টি অতিদরিদ্র পরিবার ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আওতায় এসেছে। ২০২২ সালে জেলায় এই কর্মসূচিটিতে অংশ নিচ্ছে ৫টি উপজেলার ১৫৭০ টি অতিদরিদ্র পরিবার। ২০০৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশের ৪৭টি জেলার একুশ লক্ষের বেশি অতিদরিদ্র পরিবার আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আওতায় এসেছেন যাদের ৯৫% কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পর দীর্ঘমেয়াদেও তাদের আর্থসামাজিক উন্নয়নের ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে।