ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে খুলনায় মানববন্ধন

খুলনা প্রতিনিধি : ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১টা-১২টা পর্যন্ত খুলনা শেরে বাংলা রোডস্থ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক দপ্তর ও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন পর্ষদ এ মানববন্ধন আয়োজন করে। মানববন্ধনে জাতীয় মহিলা সংস্থার চেয়ারপার্সন বলাকা রায়, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন ও নারী নেত্রী শামীমা সুলতানা শিলুসহ বিভিন্ন বেসরকারি সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থার নারী নেত্রীরা বক্তৃতা করেন। বক্তারা বলেন, নারীর অধিকার নারীদেরকেই আদার করে নিতে হবে। নারীর ক্ষমতায়ণ ও জেন্ডার সমতাকরণ নিশ্চিত করতে নারীদের অংশগ্রহণ আরো বাড়াতে হবে। নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের ভিত রচনা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীদের কল্যাণে এ সরকার কাজ করে যাচ্ছে। পুরুষদের পাশাপাশি নারীরা সমান তালে এগিয়ে যাচ্ছে। নারী নির্যাতনের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। নারীরা কোন ক্ষেত্রে হয়রানির শিকার না হয় সে দিকে বেশি নজর দিতে হবে। জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক দপ্তর, বাংলাদেশ গার্ল গাইডস এ্যাসোসিয়েশন, বিভিন্ন বেসরকারি সংগঠন, এনজিও ও স্বেচ্ছাসেবী সংস্থা মানববন্ধনে অংশগ্রহণ করে।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |