আফগান বিমান বাহিনীর হামলায় ২০ জঙ্গি হতাহত


আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের জঙ্গি আস্তানায় সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ তালেবান জঙ্গি নিহত ও অপর সাত জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনীর এক সূত্র এ কথা জানিয়েছে। খবর সিনহুয়া’র। সেনাবাহিনীর কোর্পস ২০৯ শাহিন-এর মুখপাত্র হানিফ রেজাই বলেন, গত বুধবার বিকেলে চিমতাল জেলার বাবুরুজাই ও আসিয়াব ফিরকা এলাকায় এমডি-৫৩০ হেলিকপ্টারের সাহায্যে এ হামলা চালানো হয়। এতে বেসামরিক লোক হতাহত হয়নি। তবে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে।