ঢাকা, মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

আফ্রিদির পাল্টা জবাব কপিল-শচীন-কোহলিদের

স্পোর্টস ডেস্ক : কাশ্মীর নিয়ে রাজনৈতিক মন্তব্য করে ভারতীয় ক্রিকেটারদের তোপের মুখে পড়েন শহীদ আফ্রিদি। পাল্টা জবাব দিতে গিয়ে ছেড়ে কথা বলেননি পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার। দৃঢ়তার সঙ্গে বলেছেন, পাকিস্তানই তার কাছে সবকিছু। ভবিষ্যতে আইপিএল খেলার আমন্ত্রণ পেলেও প্রত্যাখ্যান করবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন ‘বুমবুম’ আফ্রিদি।
সম্প্রতি কাশ্মীরকে ‘ভারতের দখল করা’ উল্লেখ করে টুইট করেন আফ্রিদি, ‘ভারতের দখল করা কাশ্মীরের পরিস্থিতি ভয়াবহ এবং উদ্বেগজনক। স্বাধীনতা নিয়ে কথা বলায় প্রাণ হারাতে হচ্ছে নিরীহ মানুষদের। অবাক হচ্ছি, জাতিসংঘ কিংবা অন্য আন্তর্জাতিক সংস্থাগুলো এখন কোথায়? এই রক্তপাত বন্ধে তারা কি কিছুই করবে না?’
ভারতের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরের শ্রীনগরে বন্দুকযুদ্ধে তিন ভারতীয় সৈন্য ও ১৩ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হওয়ার ঘটনার রেশ না কাটতেই সোস্যাল মিডিয়ায় আফ্রিদির এমন মন্তব্য খেপিয়ে দেয় ভারতীয়দের।
কপিল দেব, শচীন টেন্ডুলকার থেকে শুরু করে বিরাট কোহলি, সুরেশ রায়না, গৌতম গম্ভীর ভারতের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা আফ্রিদি ব্যাপক সমালোচনা করেন। মোহাম্মদ কাইফ তো টেনে আনেক আইপিএল প্রসঙ্গ। খোঁচা দিয়ে টুইট করেন, ‘টাকা কথা বলে। পাকিস্তানের খেলোয়াড়েরা আইপিএলে খেলার সুযোগ পেলে আফ্রিদি এ ধরনের কথা বলতেনÑএটা আমি ভাবতেও পারছি না। জঙ্গি অনুপ্রবেশ ও বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে বলেই পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে খেলার সুযোগ পায় না।’
জবাবটা শক্তভাবেই দিয়েছেন ৩৮ বছর বয়সী অফ্রিদি। কে কী বলেছেন তা পরোয়া করেন না নিজের প্রজন্মের অন্যতম সেরা বিধ্বংসী অলরাউন্ডার। সত্য বলা থেকে কেউ তাকে থামাতে পারবে না বলেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
আফ্রিদিকে উদ্বৃত করে ‘পাকপ্যাশন.নেট’ প্রকাশ করে, ‘কারো কাছ থেকে আমার টুইটের প্রতিক্রিয়া নিয়ে উদ্বিগ্ন নই। আমি বিশ্বাস করি, সত্য বলেছি এবং সত্য বলার অধিকার আমার রয়েছে।’
আইপিএলে কখনো ফিরবেন না বলেও জানিয়েছেন আফ্রিদি। এমনকি লোভনীয়-আকর্ষণীয় টুর্নামেন্টটিতে পাকিস্তানের খেলোয়াড়রা অংশ নেওয়ার অনুমতি পেলেও না, ‘যদি তারা আমাকে ডাকেও, আইপিএলে আমি যাব না। আমার কাছেছবি: সংগৃহীত
পিএসএল (পাকিস্তান সুপার লিগ) সবচেয়ে বড় এবং একটা সময় আসবে যখন এটি আইপিএলকে পেছনে ফেলবে। আমি পিএসএল উপভোগ করি, আইপিলের কোনো প্রয়োজন নেই। আমি এতে আগ্রহী নই এবং কখনোই ছিলাম না।’
আফ্রিদির কাছে সবকিছু আগে দেশপ্রেম, ‘আমি আমার দেশের সৈনিক। আমার দেশ আমার সম্মান এবং পাকিস্তান আমার কাছে সবকিছু। যদি আমি ক্রিকেটার না হতাম, আমি আর্মিতে যোগ দিতাম।’

You must be Logged in to post comment.

ফুলবাড়ীতে পানিবন্দি আশ্রয়নের ১৬০ পরিবারের মাঝে চাল বিতরণ     |     ঠাকুরগাঁওয়ে তিনদলের নেতারা মিলে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংবাদ সম্মেলন     |     ‘বঙ্গবন্ধুর প্রতি শিশুটির এ যেন এক নিষ্পাপ ভালোবাসা’     |     ঠাকুরগাঁওয়ে কিশোরীকে ২ মাস আটকে রেখে নির্যাতনের অভিযোগ পুলিশ কনস্টেবল আল-আমিন এর বিরুদ্ধে     |     উন্নয়নে বদলে গেছে নাগরপুর-দেলদুয়ারের জনপদ সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি  সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য খাতে অভুতপূর্ব উন্নয়ন     |     যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাদের রুখতে হবে — সাতক্ষীরায় বাহাউদ্দিন নাছিম     |     গাংনীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বাঁশবাড়ীয়া রং পেন্সিল ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে শিশিরপাড়্া টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     স্মার্ট কর্নারই বাস্তবায়ন করবে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন -কবির বিন আনোয়ার     |     মেহেরপুরে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা     |     নদী একটি জীবন্ত সত্তা     |