আবহাওয়া উপযোগী আলুর জাত নিয়ে ঠাকুরগাঁওয়ে মাঠ দিবস


মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,নতুন উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও পরিবর্তনশীল আবহাওয়া উপযোগী আলুর ১০টি জাতের উৎপাদন, কলাকৌশল এবং প্রদর্শনীর উপর এক মাঠ দিবস বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে। কৃষি গবেষণা ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় কন্দাল ফসল গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর এর কারিগরী সহায়তায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি গবেষণা উপ-কেন্দ্র ঠাকুরগাঁও এর তত্ত¡াবধানে অনুষ্ঠিত এ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্পের সহকারী কো-অর্ডিনেটর ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু এবং গেস্ট অফ অনার ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কে এম মাওদুদুল ইসলাম। জেলা কৃষি গবেষণা উপ-কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ কে এম খোরশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুর এ আলম সিদ্দিকী মুক্তি। এছাড়াও এসময় অন্যান্য বিজ্ঞানীবৃন্দ এবং স্থানীয় শতাধিক কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন। জনৈক কৃষকের জমিতে আবাদকৃত উচ্চ ফলনশীল ও পরিবর্তনশীল আবহাওয়া উপযোগী মড়ক (খধঃব নষরমযঃ) রোগের প্রতিরোধী আলুর জাত উৎপাদন দেখে স্থানীয় অসংখ্য আলুচাষী এজাতের আলু আবাদে ব্যাপক আগ্রহ প্রকাশ করেন এবং এ জাতের আলু বীজ কৃষকের মাঝে সরবরাহ নিশ্চিতকরণের আবেদন জানান।