‘আয় বাঙ্গালী খাই বাঙ্গালী’ মেহেরপুরের গাংনীতে ফুলকুঁড়ি স্কুল চত্বরে ব্যতিক্রমধর্মী আনন্দ আয়োজন


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি ঃ আয় বাঙ্গালী খায় বাঙ্গালী।এই ব্যঙ্গ শ্লোগানকে প্রাণে ধারন করে আনন্দ মেলা। বাঙ্গালীর চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য ৩০ শে চৈত্র ;চৈত্র সংক্রান্তি ও বর্ষবিদায় অনুষ্ঠান।এই ঐতিহ্য ধরে রাখতে প্রতিবারের ন্যায় এবারেও গাংনীতে ফুলকুঁড়ি কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুলের ব্যতিক্রমধর্মী আয়োজন আমন্ত্রিত অতিথিদের মুগ্ধ করেছে। এটি বাঙ্গালীর প্রাণের উৎসব।আজ বৃহস্পতিবার বিকেলে ফুলকুঁড়ির আঙিনায় বর্ণাঢ্য আয়োজনে নানা বর্ণের,নানা স্বাদের পিঠা পুলির সম্ভারে সাজানো খাবারের মৌ মৌ গন্ধে প্রাণের মিলন মেলায় পরিণত হয়। স্কুলের ক্ষুদে শিল্পী ও উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় নাচে-গানে মাতিয়ে তুলেছে দর্শক শ্রোতাদের। গাংনী ফুলকুঁড়ি কেজি স্কুলের অধ্যক্ষ ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন, মেহেরপুর -২ গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন,মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক, গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম,গাংনী থানা ইনচার্জ (ওসি তদন্ত) সাজেদুল ইসলাম।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , গাংনী ডিগ্রী কলেজের সাবেক সহকারী অধ্যাপক বিশিষ্ট কথাসাহিত্যিক ছড়াকার রফিকুর রশদি রিজভী, জেলা আওয়ালীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, নারী নেত্রী নুরজাহান বেগম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী, সন্ধানী স্কুল এন্ড কলেজের পরিচালক আবু জাফর, গাংনী সরকারী কলেজের প্রভাষক ফজলুল হক সেন্টু, গাংনী উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, করমদী কলেজের প্রভাষক এসএম সায়েম পল্টু,বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সভাপতি সৈয়দ জাকির হোসেন,প্রভাষক মহিবুর রহমান মিন্টু, প্রভাষক সালাউদ্দীন আহমেদ, ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, সেক্রেটারী মনিরুজ্জামান আতু, বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল কাশেম প্রমুখ। এমন ব্যতিক্রমধর্মী আয়োজনে উপস্থিত হতে পেরে অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক প্রভাষক শফি কামাল পলাশের উপস্থাপনায় শিল্পীরা মনোমুগ্ধকর গান ও নৃত্য পরিবেশন করে অতিথিদের মন জয় করে নেয়।পরে পদ্ম পাতায় করে নানা বর্ণের নানা স্বাদের বাঙ্গালী খাবার পরিবেশন করা হয়।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও অভিভাবকসহ ৫ শতাধীক নানা বয়সী শিশু কিশোর স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করে।